চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ১৫২, নতুন করে জিপিএ-৫ পেল ৭৯ জন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ব্যাপক পরিবর্তন এসেছে। সবমিলিয়ে ৮৮৭ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ১৫২ জন শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফল থেকে এই তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৭ হাজার ২৭২ শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। তাদের মধ্যে ৮৮৭ জনের ফল পরিবর্তন হয়েছে।

এর আগে, ২৬ নভেম্বর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৩৩৯ জন। এখন নতুন করে ১৫২ জন পাস করায় পাসের হারে কিছুটা রদবদল হলো। আর নতুন করে ৭৯ জন জিপিএ-৫ পাওয়ায় এখন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪১৮ জনে।