প্রাথমিকের ছুটি ১৬ দিন বাড়ল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা 
  • |
  • Font increase
  • Font Decrease

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বৃদ্ধি

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বৃদ্ধি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অসন্তোষের পরিপ্রেক্ষিতে ১৬ দিন ছুটি বাড়ানো হয়েছে। প্রথম তালিকায় মোট ছুটি ছিল ৬০ দিন। সেই ছুটি বাড়িয়ে এখন ৭৬ দিন করা হয়েছে। 

রোববার (৩১ ডিসেম্বর) অধিদপ্তর থেকে নতুন শিক্ষাপঞ্জিকা প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই তালিকায় ২০২৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৬০ দিন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা পরিপ্রেক্ষিতে ছুটি বাড়ানো হয়।

ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, প্রথম তালিকায় মোট ছুটি ছিল ৬০ দিন। সেই ছুটি বাড়িয়ে ৭৬ দিন করা হয়েছে। পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, স্বাধীনতা দিবস, শব-ই-কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি সাতদিন থেকে বাড়িয়ে ১৪দিন, দুর্গাপূজার ছুটি পাঁচদিনের জায়গায় সাতদিন করা হয়েছে। এছাড়া, শীতকালীন অবকাশ একদিন বাড়িয়ে ১১ দিন করা হয়েছে।