নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

মেহেরপুরে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনেই তাদের হাতে পৌঁছে গেছে নতুন বই। তবে মাধ্যমিক পর্যায়ে এখন পর্যন্ত ৫৬ ভাগ বই পৌঁছেছে স্কুলগুলোতে, বাকি বইগুলো দ্রুত পৌঁছে যাবে বলে দাবি মেহেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দীনের। আর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দাবি, চাহিদা অনুযায়ী সমস্ত বই বিদ্যালয়গুলোতে পৌঁছে দেয়া হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীতের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম হাসান।

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক বলেন, নতুই বইয়ের কারিকুলাম নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যুগোপযোগী শিক্ষার সাথে তাল মেলাতে অনেক কিছুই পরিবর্তন করতে হচ্ছে। এটি তারই অংশ। বা এটি সবাইকে মনে রাখতে হবে আধুনিক শিক্ষার সাথে তাল মেলাতে না পারলে আমরা পিছিয়ে পড়বো।

এদিকে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। বছরের প্রথম দিনে বই হাতে পাওয়ায় শুরু থেকেই পড়ালেখা শুরু করতে পারবে শিক্ষার্থীরা। তবে বইয়ের কাগজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

জেলায় ৪৪৯ টি প্রাথমিক বিদ্যালয়ে বই প্রয়োজন ৩ লাখ ৩৭ হাজার ৯১ টি। আর মাদ্রাসা, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৭০টি। বই প্রয়োজন ৮ লাখ ৯৬৭ হাজার।