৩৪ উপাচার্যের সাথে ইউজিসির বৈঠক ১৪ জানুয়ারি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি ও সাধারণ ২২টি বিশ্ববিদ্যালয় (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বিষয়ে কথা বলতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের সঙ্গে এসব বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের আগামী ১৪ জানুয়ারি একটি সভা অনুষ্ঠিত হবে। চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে।

ইউজিসির দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ১৪ জানুয়ারি (রোববার) সকাল ১১টায় কমিশন ভবনের অডিটোরিয়ামে (৬ষ্ঠ তলা) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিশনে চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

বিজ্ঞাপন

এ সভায় আসন্ন শিক্ষাবর্ষে কৃষি ও জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আলমগীর মত বিনিময় করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের উপাচার্য উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

এছাড়াও এ সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খানকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।