ঢাকায় শুরু হয়েছে ভারতীয় শিক্ষা মেলা
বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভারতে যেতে উদ্বুদ্ধ করতে ভারতীয় শিক্ষা মেলার আয়োজন করেছে সেপ। বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে ভারতের ১৪ টি বিশ্ববিদ্যালয়।
সোমবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে এ মেলা শুরু হয়। আগামীকাল (২৩ জানুয়ারি) বিকেল পাঁচটা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশের শিক্ষার্থীদের পছন্দসই ও কাঙ্ক্ষিত উচ্চশিক্ষার সহজ প্রবেশাধিকার সুবিধা দিতেই ভারতীয় শিক্ষা মেলার আয়োজন করেছে বলে জানান মেলা আয়োজক প্রতিষ্ঠান সেপ ইভেন্ট অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় থাপা।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, ভারতের বিশ্ববিদ্যালয়গুলোয় উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির অফার রয়েছে। তা ছাড়া উল্লেখযোগ্য ছাড়ে মেলায় স্পট অ্যাডমিশনের (তাৎক্ষণিক ভর্তি) সুযোগের পাশাপাশি দর্শনার্থীদের জন্য লটারির মাধ্যমে বিভিন্ন পুরস্কারও জেতার সুযোগ রয়েছে বলেও জানায় আয়োজকেরা।
রাজধানী ছাড়াও চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় ২৫ ও ২৬ জানুয়ারি এবং রাজশাহীর এক্স হোটেলে ২৮ জানুয়ারি ১১তম বারের মতো এ মেলার আয়োজন করছে সেপ ইভেন্ট অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড।