রংপুরে তিনদিন প্রাথমিকে পাঠদান কার্যক্রম বন্ধ, মাধ্যমিক খোলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

রংপুরে চলমান শৈত্যপ্রবাহের কারণে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখনো খোলা রয়েছে মাধ্যমিকের কার্যক্রম।

সোমবার (২২ জানুয়ারি) থেকে তিনদিন এ কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক তাপমাত্রা কমে আসায় এবং শৈত্যপ্রবাহের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনদিন জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম যথারীতি চলমান থাকবে। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চালু রয়েছে বলে জানান একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ।

রংপুর আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, সোমবার সকাল ছয়টা ও নয়টায় রংপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৮.১ ডিগ্রি সেলসিয়াস।