গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আবেদনের তারিখ পরিবর্তন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুচ্ছ বিশ্ববিদ্যালয় আবেদনের তারিখ পরিবর্তন

গুচ্ছ বিশ্ববিদ্যালয় আবেদনের তারিখ পরিবর্তন

গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২৯ জানুয়ারির পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে। দ্রুত এ বিষয়ে সবাইকে জানানো হবে।

শনিবার (২৭ জানুয়ারি) গুচ্ছ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত এক উপাচার্য বার্তা২৪.কমকে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

সূত্র জানায়, কয়েকটি কারণে এ তারিখ পেছানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার সময়ের কাছাকাছি ছিল। এ ছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়ার সম্ভাবনা ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে এবং শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, 'পূর্ণাঙ্গ কারিগরি প্রস্তুতি ও পরীক্ষার সময়সূচি ঘোষণার পর অত্যন্ত বাস্তবসম্মত কিছু বিষয় সমন্বয় করার প্রয়োজন ছিল। এ জন্য উপাচার্যদের মতামতকে গুরুত্ব দিয়ে ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' 

বিজ্ঞাপন