সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আরএমপি’র নিষেধাজ্ঞা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর দ্বিতীয় গ্রুপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল। পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে আগামী শুক্রবার পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে (১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১)(খ) ও ৩০ ধারা) অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মেট্রোপলিটন এলাকার নিম্নোক্ত পরীক্ষা কেন্দ্রসমূহের চারদিকে ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চারজনের বেশি একসঙ্গে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো- রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সরকারি প্রমথনাথ (পি এন) বালিকা উচ্চ বিদ্যালয়, হাজি মুহাম্মদ মহসীন গভর্নমেন্ট হাইস্কুল, রাজশাহী মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, লোকনাথ উচ্চ বিদ্যালয়, রাজশাহী বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়, রাজশাহী কোর্ট একাডেমি।

বিজ্ঞাপন

এছাড়া রয়েছে রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, শাহ মখদুম কলেজ, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী বরেন্দ্র কলেজ।