রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধের ধোঁয়াশা, চূড়ান্ত হতে পারে মঙ্গলবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধের ধোঁয়াশা, চূড়ান্ত হতে পারে আজ

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধের ধোঁয়াশা, চূড়ান্ত হতে পারে আজ

পবিত্র রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা থাকবে কি না, সে বিষয়ে আপিল বিভাগে শুনানি হবে মঙ্গলবার (১২ মার্চ)।

এদিন হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষে আনা আবেদনটি শুনানির জন্য চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিষয়টি শুনানির জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন।

বিজ্ঞাপন

আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। আর রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ কে এম ফয়েজ।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পবিত্র রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করে রুল জারি করে সোমবার আদেশ দেন।

বিজ্ঞাপন

৮ ফেব্রুয়ারি এক আদেশে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা বিভাগ। আর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।