চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, একমাসের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন প্রক্সি দেওয়ার সময় মো. আব্দুর রউফ মিয়া (২৮) নামের এক ভুয়া পরিক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ মে) নগীরের খুলশী থানাধীন ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে এনএসআই তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় তাকে আটক করে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত ভুয়া পরীক্ষার্থী মো. আব্দুর রউফ গাইবান্ধার রুপার বাজার এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত দন্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৮ এর অপরাধে অভিযুক্ত আব্দুর রউফ মিয়াকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুক্রবার সকালে স্বাস্থ্য সহকারী নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন মো. আব্দুর রৌফ নামে ওই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হলে তার প্রবেশপত্র নিরীক্ষণ করে দেখেন এনএসআই সদস্যরা। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়।