সুনামগঞ্জে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ছবি: বার্তা২৪.কম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ছবি: বার্তা২৪.কম

সুনামগঞ্জে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে 'সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০' এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ের আইন যে রকম, তার সঙ্গে সামঞ্জস্য রেখে এ আইন করা হয়েছে। আইনে ৫৫টি ধারা রয়েছে।

বিজ্ঞাপন

আইনের খসড়ায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ অথরিটি হবে, কীভাবে ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ নিয়োগ হবে এবং সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটির বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে 'জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি ২০২০' এর খসড়ার অনুমোদন দেয়া হয় বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।