ঐক্যফ্রন্টের ২৬ প্রার্থীকে ‘ধানের শীষ’ দিলো বিএনপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

আসন্ন সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের নিবন্ধিত আটটি শরিক দলের ২৬ প্রার্থীকে 'ধানের শীষ' প্রতীক দিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি।

দলগুলোর মধ্যে গণফোরামের সাত প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চার জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র চারজন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের তিনজন, কৃষক শ্রমিক জনতা লীগের তিনজন, খেলাফত মজলিশের দুইজন, বাংলাদেশ কল্যাণ পার্টির একজন ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র একজন প্রার্থী ধানের শীষ প্রতীকে ভোটে মাঠে থাকছে।

বিজ্ঞাপন

রোবাবর (০৯ ডিসেম্বর) বিকালে দলটির গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর নির্বাচন কমিশনে (ইসি) এ সংক্রান্ত চিঠি জমা দেন।

ধানের প্রতীক নিয়ে অন্য যে দলগুলোর প্রার্থিতা লড়বেন:

বিজ্ঞাপন

গণফোরামের প্রার্থী কুড়িগ্রাম-২ আসন আ.ম.সা.আ আমিন, পাবনা-১ আসনে অধ্যাক আবু সাইয়িদ, ময়মনসিংহ-৮ আসনে এএইচ এম খালেকুজ্জামা, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে মোস্তফা মোহসীন মন্টু, মৌলভীবাজার-২ আসনে সুলতান মোহাম্মদ মনুসর আহমদ, হবিগঞ্জ-১ আসনের রেজা কিবরিয়া।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহমুদ মোরশেদ, কুমিল্লা-৭ আসনে রিজওয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনে মোহাম্মদ শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৭ আসনে মো. নুরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল’র (জাসদ) কিশোরগঞ্জ-৩ আসনে অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ঢাকা-১৮ আসনে শহীদ উদ্দীন মাহমুদ, কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন, লক্ষীপুর-৪ আসনে আ.স.ম. আব্দুর রব।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন, সুনামগঞ্জ-৩ আসনে মো. শাহীনুর পাশা চৌধুরী, সিলেট-৫ আসনে ওবাইদুল্লাহ ফারুক।

কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল-৪ আসনে মোহাম্মদ লিয়াকত আলী, টাঙ্গাইল-৮ আসনে কুড়ি সিদ্দিকী, গাজীপুর-৩ আসনে ইকবাল সিদ্দিকী, খেলাফত মজলিশের হবিগঞ্জ-২ আসনে আব্দুল বাসিদ আজাদ, হবিগঞ্জ-৪ আসনে আহমদ আব্দুল কাদের ও নাটোর-১ আসনে মঞ্জুরুল ইসলাম।

বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম-৫ আসনে সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র ঢাকা-১৭ আসনে আন্দালিভ রহমান পার্থ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এই তালিকা জমা দেওয়ার পর শায়রুল কবীর জানান, অন্য প্রার্থীদের তালিকা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনেও অনুলিপি জমা দেওয়া হবে।

এবারের নির্বাচনে গণফোরাম প্রধান ড. কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটকে নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এই সমন্বিত জোটের মধ্যে ৮টি নিবিন্ধত দলকে ‘ধানের শীষ’ প্রতীক দিল বিএনপি। এছাড়া নিবন্ধন হারানো বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল থেকে আসা প্রার্থীদেরও ধানের শীষ প্রতীক দিয়েছে দলটি।

১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ অনুষ্ঠিন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।