তরুণদের ভাবনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ



রকিব কামাল, স্টাফ করেসপেন্ডন্ট,বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

অলি-গলিতে ছেয়ে গেছে ব্যানার, পোস্টার, তোরণ, দেয়াল লিখন আর প্যান্ডেলে। পাড়ার অলি-গলিতে কিছুক্ষণ পর পর জটলা, শোভযাত্রায় বাজছে মাইকের শব্দ। চারপাশেই উৎসবের আমেজ। কয়েকদিন আগেও নিশ্চুপ এলাকাটিতে এখন শোভা পাচ্ছে নির্বাচনী হাঁকডাক।

সরগরম এমন পরিবেশে বৃদ্ধা,কিশোর-কিশোরী থেকে শুরু করে নানা বয়সীর দ্বারে দ্বারে ঘুরছে মানুষ। কেউ বুকে জড়িয়ে নিচ্ছেন অন্যকে, কেউ সালাম চেয়ে দোয়া নিচ্ছেন, কেউবা শুনাচ্ছেন আশার বাণী। অনেকে মিশে যাচ্ছেন জনসমুদ্রের সাথে।

ভাতৃত্ব, সৌহার্দ্য আর ভালোবাসার এমন বন্ধনের চিত্রপট চোখে পড়তে শুরু করেছে দেশের প্রতিটি আনাচে-কানাচে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এই মিলন ক্ষণিকের জন্য হলেও ধরা দিয়েছে একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। জানান দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে ভোট উৎসবের আগমনী বার্তা।

উন্নয়ন, পরিকল্পনা আর নতুন বাংলাদেশের স্বপ্নে দেখিয়ে গণসংযোগে আদ্যপ্রান্তে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এবারই গ্রামের সেতুটির কাজ শুরু হবে, স্কুলে নতুন বেঞ্চ আর বইয়ে মম করবে চারদিক, গ্রামে বিদ্যুৎ আসবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, বিধবা ভাতা মিলবে, কষ্টের দিন দূর হবে, গ্রাম-শহরের দূরত্ব ঘুচবে এমন জল্পনা-কল্পনার আশা বাঁধতে শুরু করছে ভোটারদের মনে। সেই দিনক্ষণের অধীর আগ্রহ ঠিকরে পড়ছে লাল সবুজ ভূখণ্ডে।

এক্ষেত্রে প্রার্থীদের উন্নয়নের গল্প আর প্রতিশ্রুতির মাঝে অগ্রাধিকারের ভিত্তিতে বেছে নিবেন পছন্দের প্রার্থীকে। রাজনৈতিক মেরুকরণ, জোট, সুশাসন, উন্নয়নের ধারাবাহিকতা, আইনের শাসনের পাশাপাশি তরুণ ভোটারদের গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বলে মনে করেন নির্বাচন পর্যবেক্ষকরা। এই তরুণরাই নেতৃত্ব দিবেন নতুন দিনের।

তারা জানান, বর্তমান তরুণরা মেধাবী, সাহসী, উদ্যমী, সৃজনশীলতায় পারদর্শী। কোটা সংস্কার, গণজাগরণ মঞ্চ, নিরাপদ সড়ক আন্দোলনের মতো বিষয়ে তরুণরা দেখিয়ে দিয়েছেন তাদের মতামত। প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/12/1544602829781.gif

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রতিটি আন্দোলন- সংগ্রামে রেখেছে বলিষ্ঠ ভূমিকা। দেশের নির্বাচনে ঢেউ ছড়িয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। ক্লাস-পরীক্ষার মাঝেও শিক্ষার্থীদের আড্ডায় ঘুরে ফিরছে নির্বাচনের ডামাডোল।

বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে জানা যায় তাদের নির্বাচন নিয়ে ভাবনা ও ভবিষ্যতের কথা। তরুণ ভোটারদের মাঝে উচ্ছ্বাসের সাথে উঠে এসেছে সূক্ষ্ম পর্যবেক্ষণ, নতুনের আবাহন আর অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন।

বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসনুভা তাহসিন। তিনি চট্টগ্রাম-৯ (কোতয়ালী) সংসদীয় আসন থেকে প্রথমবারের মতো ভোটার হয়েছেন। তিনি বার্তা২৪.কমকে বলেন, 'প্রথমবারের মত ভোট দিব, তাও আবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমের) মাধ্যমে। ছোটবেলা থেকে সবসময় টেলিভিশনে ভোটের কথা শুনতাম। এবার ভেবে-চিন্তে ভোট দিব।'

ভোট প্রদানের ক্ষেত্রে ভাবনার প্রতিক্রিয়ায় তাসনুভা বলেন, 'আমরা বিশ্বে এমন জাতি যারা ভাষার জন্য সর্বোচ্চ ত্যাগ করে স্বাধীনতা অর্জন করছি। এরই পরিক্রমায় ৪৭ বছর পেরিয়ে সোনার বাংলা বিনির্মাণে নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, নারী শিক্ষার অগ্রগতি, অর্থনীতির সূচক বেগবান, যোগাযোগ ব্যবস্থা, তথ্যপ্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের স্বাক্ষর রেখেছি। আমাদের এমন অগ্রযাত্রা দক্ষিণ এশিয়ার অনেক দেশের কাছে ঈর্ষার বিষয়। এক্ষেত্রে একজন তরুণ ভোটার হিসেবে প্রথমেই চাইব দেশকে দুর্নীতিমুক্ত করা হোক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক। জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতিতে আটকে না থেকে এলাকার উন্নয়ন করুক। সমাজে সব ধরনের বৈষম্য কমে আসুক। আরেকটি প্রত্যাশা নতুন বছরে দেশে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। দলমত নির্বিশেষে দেশের উন্নয়নের স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক।'

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আজহারুল ইসলাম জুয়েল বার্তা২৪.কমকে বলেন, 'প্রতি বছর দেশের অসংখ্য শিক্ষার্থী পাশ করার পরে চাকরি পাচ্ছে না। অনেকে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। বেকারত্ব দূর করে যারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী ও শক্তিশালী করে তুলতে ভূমিকা পালন করবে এমন প্রার্থীকে বেছে নিব।'

ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জাহান বার্তা২৪.কমকে জানান, 'বৈশ্বিক জলবায়ুর কারণে পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ। এরপরে দেশের অভ্যন্তরে অব্যাহত নদী দূষণ, দখল, ভরাট, বন্যপশু আক্রান্ত, গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। আমরা যতটা উন্নয়ন নিয়ে পরিকল্পনা করি, পরিবেশকে ততটাই অবহেলা করি। আমি চাইব উন্নয়নের হাত ধরে পরিবেশ বিষয়েও প্রার্থীদের সুস্পষ্ট নির্দেশনা থাকবে। এমন প্রার্থীকে আমার পছন্দ।'

সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুলতান মাহমুদ জানান, 'দেশের সংখ্যালঘুদের ওপর কার মাথা ব্যথা নেই। প্রায় সময় তাদের বাড়ি ঘর, ধর্মীয় স্থাপনায় হামলা চালানো হয়। সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি জানাই। এমন প্রার্থী যে দলের হোক তাকে আমি ভোট প্রদান করব।'

   

‘রিমাল’-এর প্রভাবে আরো ৩ উপজেলায় নির্বাচন স্থগিত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর প্রভাবে নতুন করে আরো ৩ উপজেলা পরিষদের নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে সোমবার (২৭ মে) ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করার নির্দেশ দেয় ইসি। এ নিয়ে মোট ২৫টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করলো নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৮ মে) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

ইসি সূত্রে জানা যায়, মঙ্গলবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা, কচুয়া উপজেলা ও নেত্রকোনা খায়লিয়াজুরি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি জানায়, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১শ ১২টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। মামলার জটিলতা ও ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর প্রভাবে এখন পর্যন্ত ২৫টি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। সেই হিসাবে বুধবার (২৮ মে) অনুষ্ঠিতব্য নির্বাচনে ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

;

৯১ উপজেলায় ভোট পর্যবেক্ষণে থাকবে ৩২৭৭ জন পর্যবেক্ষক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

তৃতীয় ধাপের ৯১ উপজেলা নির্বাচনে ভোট পর্যবেক্ষণে ৩২৭৭ জন পর্যবেক্ষককে মাঠে থাকার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম জানিযেছেন, আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৩ ও সংশ্লিষ্ট আইন মেনে এ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনে নিবন্ধিত ১৫ টি পর্যবেক্ষক সংস্থার কেন্দ্রীয়ভাবে ২২৯ জন এবং স্থানীয়ভাবে ৩ হাজার ৪৮ জন পর্যবেক্ষককে অনুমোদন দেয়া হয়েছে।

কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কার্ড নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রদান করা হবে। স্থানীয় পর্যবেক্ষকদের কার্ড ও স্টিকার রিটার্নিং অফিসারের কার্যালয় হতে প্রদান করতে হবে।

স্থানীয় পর্যবেক্ষকদের ক্ষেত্রে যে নির্দেশনা অনুসরণ করতে হবে:

রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে স্থানীয় পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী যাচাই বাছাই করে অনুমোদিত পর্যবেক্ষক সংস্থাকে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সরবরাহ করতে হবে।

নির্বাচন কমিশন হতে অনুমোদিত পর্যবেক্ষক সংস্থার প্রত্যেক পর্যবেক্ষকের জন্য EO-2 ফরম, EO-3 ফরম, এসএসসি সনদের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবিসহ একটি আবেদন রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের নিকট জমা দিবে।

রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসার এসব তথ্য পর্যবেক্ষণ নীতিমালা ২০২৩ অনুযায়ী যাচাই বাছাই করে কমিশন থেকে অনুমোদিত বৈধ পর্যবেক্ষকদের তালিকা প্রস্তুত করবেন এবং তাদেরকে নির্বাচন কমিশনের নির্ধারিত পরিচয়পত্র প্রদান করবেন।

কোনো পর্যবেক্ষক যদি কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কিংবা স্থানীয় কমিটির পদাধিকারী হন কিংবা স্থানীয় নির্বাচনি এজেন্ট/প্রচারণা কমিটি/পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তাহলে তাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে কোনো কার্ড ইস্যু করা যাবে না।

পর্যবেক্ষকগণ অনধিক ৫ জনের টিম করে ভ্রাম্যমাণ পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এজন্য তাদেরকে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লেখা গাড়ির স্টিকার সরবরাহ নিতে হবে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লেখা স্টিকারযুক্ত গাড়িতে অনুমোদিত পর্যবেক্ষক ছাড়া অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না।

নির্ধারিত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যু করে তা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং তা নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করতে হবে।

;

সিলেটে শপথ নিলেন ১১ উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত সিলেট বিভাগের ১১টি উপজেলার নির্বাচিত ১১ জন জনপ্রতিনিধি শপথ গ্রহণ করেছেন।

সোমবার (২৭ মে) দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হলরুমে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।

৯ মে সিলেট বিভাগের চারটি জেলার মধ্যে ১১টি উপজেলায় প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সোমবার যারা শপথ নিয়েছেন, তারা হলেন- সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মো. সুজাত আলী রফিক, ভাইস চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান হাছিনা।

দক্ষিণ সুরমায় চেয়ারম্যান মো. বদরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি।

বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট ও মহিলা ভাইস চেয়ারম্যান করিমা বেগম।

গোলাপগঞ্জে চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, ভাইস চেয়ারম্যান মো.নাবেদ হোসেন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) সেলিনা আক্তার শীলা।

দিরাই উপজেলায় চেয়ারম্যান প্রদীপ রায়, ভাইস চেয়ারম্যান এবিএম মুনসুর সুদীপ ও ভাইস চেয়ারম্যান (নারী) ছবি বেগম।

শাল্লা উপজেলায় চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু ও ভাইস চেয়ারম্যান শর্বরী মজুমদার।

জুড়ি উপজেলায় চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি, ভাইস চেয়ারম্যান জুয়েল আহমদ (জুয়েল রানা) ও নারী ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম।

বড়লেখায় চেয়ারম্যান আজির উদ্দিন, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান ও নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম।

কুলাউড়ায় চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ভাইস চেয়ারম্যান রাজ কুমার কালোয়ার, নারী ভাইস চেয়ারম্যান নেহার বেগম।

আজমিরীগঞ্জে চেয়ারম্যান মো.আলাউদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান মিলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) মাহমুদা আক্তার রেপা।

বানিয়াচংয়ে চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান আশরাফ হুসেন খান, নারী ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি।

;

চেয়ারম্যান প্রার্থী ভাইয়ের বিরুদ্ধে দুই ভাইয়ের সংবাদ সম্মেলন



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
চেয়ারম্যান প্রার্থী ভাইয়ের বিরুদ্ধে দুই ভাইয়ের সংবাদ সম্মেলন

চেয়ারম্যান প্রার্থী ভাইয়ের বিরুদ্ধে দুই ভাইয়ের সংবাদ সম্মেলন

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে এক উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তারই আপন দুই ভাই।

রোববার (২৬ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী জাহেদুল হকের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন করেন তার দুই ভাই মুহাম্মদ ছাইদুল হক ও মোহাম্মদ নেছারুল হক। এতে তারা অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী ভাই তাদের হুমকি-ধামকি দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ ছাইদুল হক ও মোহাম্মদ নেছারুল হক বলেন, ‘যে ব্যক্তি দুই ভাইয়ের সম্পদ লুট করেন, জায়গা-সম্পত্তি দখল করেন তিনি কীভাবে উপজেলার কয়েক লাখ মানুষের সম্পদ ও জনগণের জানমাল রক্ষা করবেন?’

জাহেদুল হক চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারের দেওয়া সুযোগ-সুবিধার ফল জনগণ পাবেন কিনা সেটি নিয়ে সন্দিহান দুই ভাই। তারা বলেন, ‘আমরা তার কাছ থেকে জনগণ সেবা পাবেন কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দিহান ও আশঙ্কায় রয়েছি। বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামে ১৯৮২ সালে আমাদের পিতা মরহুম নুরুল হক সওদাগর প্রতিষ্ঠা করেছিলেন আমিনিয়া-ফোরকিয়া নুরিয়া এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসা এবং কমর আলী সওদাগর নামে জামে মসজিদ। ২০১৬ সালে মাদ্রাসাটির ব্যয়ভার বহনের জন্য নগদ সাড়ে সাত কোটি টাকা জমা থাকলেও বর্তমানে সেই টাকা জাহেদুল হকসহ কয়েক জন কুক্ষিগত করে রেখেছেন।’

ভাইয়ের বিরুদ্ধে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন জানিয়ে মুহাম্মদ ছাইদুল হক ও মোহাম্মদ নেছারুল হক বলেন, ‘আগামী ২৯শে মে অনুষ্ঠেয় বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য আমাদের পরিবারেরকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন তিনি। এ বিষয়ে আমরা পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’

তবে দুই ভাইয়ের অভিযোগের বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদুল হকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

;