আপিল আবেদন করতে ইসিতে হিরো আলম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল আবেদন করার জন্য ইসিতে এসেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বুধবার (৬ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গণে আসেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমার যে ছোট খাটো ভুল আছে, আমি মনে করি এবার নির্বাচন কমিশন থেকে আমার মনোনয়ন ফেরত পাবো।

কমিশন থেকে ফেরত না পেলে কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন প্রতিবার কমিশন থেকে বাতিলের পর তা হাইকোর্ট থেকে ফেরত পেয়েছি। এবারও তাই করব।

নির্বাচনে কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন-এ বিষয়ে তিনি বলেন, আমি সবসময় চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। 

বগুড়া ৪ আসন থেকে বাংলাদেশ কংগ্রেসের জন্য মনোনয়নপত্র দেন আলোচিত ইউটিউবার হিরো আলম। তবে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিল করেন।