প্রার্থিতা ফিরে পেয়ে ইসিতে কাঁদলেন আবদুল মজিদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

অবৈধ ঘোষিত প্রার্থীদের অধিকাংশের মনোনয়ন প্রার্থিতা বাতিল হয়েছে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত গরমিলে। অধিকাংশ আপিলই স্বতন্ত্র প্রার্থীর। তাদের মধ্যে একজন কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনের আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে ইসির আপিল শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশন চত্বরে কাঁদলেন কর্মী-সমর্থকেরা। তাদের সঙ্গে কাঁদলেন প্রার্থী আবদুল মজিদও।

বিজ্ঞাপন

আব্দুল মজিদ যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তার পাশেই অঝোরে কাঁদছেন দুই নারী। তাদের মধ্যে একজন শিউলি আক্তার সোমা, অন্যজন হাওয়া বেগম।

হাওয়া বেগম বলেন, আমরা খুশিতে কান্না করছি। আমাদের স্যার (আবদুল মজিদ) প্রার্থিতা ফিরে পেয়েছেন। স্যার কুমিল্লা-২ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন। প্রার্থিতা ফিরে পেয়ে আমরা এতটাই খুশি তা বলে বোঝানো যাবে না।

অন্যদিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ও হাত দিয়ে চোখের পানি মুছছেন আবদুল মজিদ।

তিনি বলেন, আমি সবার কাছে দোয়া চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কমিশনকে অসংখ্য ধন্যবাদ আমার প্রার্থিতা ফিরে দিয়েছে। আশা করি, আমাকে বিপুল ভোটে কুমিল্লা-২ আসনের জনগণ আমাকে বিজয়ী করবেন।