রাজবাড়ী-২: প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী নূরে আলম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (১৩ ডিসেম্বর) আগারগাঁও এ নির্বাচন কমিশন দুপুরে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমে নূরে আলম বলেন, 'রিটার্নিং অফিসার ঠুনকো এক কারণে আমার মনোনয়নপত্র বাতিল করেছিল। কিন্তু কমিশনে আপিল করার পর তারা আমার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে। এর রায়ের মাধ্যমে প্রমাণ হলো দ্বাদশ জাতীয় নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।'

এর আগে গত ৪ ডিসেম্বর সকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি দেখিয়ে নূরে আলম সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু কায়সার খান।

রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল ঘোষণা দেওয়ার পর নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন নূরে আলম। সেই আপিলেই তার মনোনয়নকে বৈধ ঘোষণা দিলো নির্বাচন কমিশন।