এই সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে: শাহজাহান ওমর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

প্রার্তিতা ফেরত পেয়ে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান নৌকার প্রার্থী শাহাজাহান ওমর বলেছেন, হাবিবুল আউয়াল আমার জানাশোনা। এই সিইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশা করি। 

এর আগে ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখে রায় দেয় নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতা বহাল রেখে রায় দেওয়ার পর গণমাধ্যমকে তিনি এই কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির বহিস্কৃত নেতা শাহজাহান ওমর বলেন, 'আগে মার্কা ধানের শীষ ছিল। এবার প্রতীক নৌকা নিয়ে ভোট করবো। আমি তো আশাবাদী। মানুষ ব্যক্তি শাহজাহান ওমর ও প্রতীক দুইভাবেই আমাকে ভোট দিবে। আওয়ামী লীগের ভোট আমি সব সময়ই পাই।' 

তিনি আরও বলেন, 'আমি মুক্তিযোদ্ধা আপনারা জানেন, আমি বরিশাল ডিভিশনে কমান্ডার ছিলাম। আমাকে আওয়ামী লীগের লোকেরা, তাদের সন্তানেরা, ফ্যামিলি আগে থেকেই ভোট দিয়েছে। এটা নতুন কি।' 

নিজের মনোনয়নের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'মিথ্যা হলফনামার অভ্যাস আমার নাই। এভ্রিথিং রিটেন, ক্রিস্টাল ক্লিয়ার। যারা বলেছেন ওনারা মিথ্যা বলেছেন। ছোট বেলা থেকে নির্বাচন করছি প্রতিক্রিয়া কি দিব। আবার ভোট করবো, দেখা যাক কী হয়।' 

সিইসি এবার ভোট কেমন করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'হাবিবুল আমার জানাশোনা। হি ওয়াজ জয়েন্ট সেক্রেটারি উইথ মি। পরে ওখান থেকে এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি হয়েছে। হি ইজ ভেরি ক্যাপাবল অফিসার। উনার সিইসি আমলে সুষ্ঠু ভোট হবে, আমি আশাবাদী।'  

ভোটারদের কেন্দ্রে প্রতিহত করলে কি হবে এমন প্রশ্ন তিনি বলেন, 'আইন-শৃঙ্খলা বাহিনী আছে। যদি কেউ জোর জবরদস্তি করে, আইনের অপপ্রয়োগ করে গায়ের জোর দেখায়। আমরাও তো একেবারে দুর্বল পার্টি না। ডামি প্রার্থীরা কেনো দাঁড়াতে পারবে না, আই ওয়েলকাম দেম। জনগণ তাদের ভোট দিলে আমি তাদের স্যালুট করবো।'