দেশের নির্বাচন পরিবেশ সন্তোষজনক: ইসি আলমগীর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দেশের নির্বাচন পরিবেশ সন্তোষজনক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. বদিউল আলম’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন।

এ সময় নির্বাচন কমিশনার আলমগীর হোসেন বলেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা সহ অন্যান্য পরিবেশ দেখার জন্য ইতিমধ্যে একাধিক জেলা পরিদর্শন করেছি। বর্তমানে নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর এবং ভালো আছে। ভোটার গণ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সারাদেশে নির্বাচন নিয়ে কোনো সমস্যা থাকলে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাগণ আমাদেরকে জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

নরসিংদীর কোথাও কোথাও একই দলের দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী থাকার ফলে দু'দলের মধ্যে যে সাংঘর্ষিক বিরাজ করছে, তাতে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তা কীভাবে সমাধান হবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আলমগীর হোসেন বলেন, ‘আপনারা হয়তো সেটাকে সাংঘর্ষিক দেখছেন, কিন্তু নির্বাচন কমিশন মনে করছে এটি নির্বাচনী আমেজ নির্বাচনী উৎসব ‘

নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, ‘ইতিমধ্যে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ হয়েছে এবং নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে।’

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা: নুরুল ইসলাম সহ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।