হবিগঞ্জে নৌকার প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

নৌকার প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

নৌকার প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে হবিগঞ্জ থেকে এক নৌকার প্রার্থীসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারমধ্যে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ১৪ দলের শরিক হিসেবে আসনটি জাতীয় পাটিকে ছাড় দেওয়া হয়েছে। এ কারণে আওয়ামী লীগের প্রার্থী সরে গেলেন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে ডা. মুশফিক হোসেন চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে নেন। এর আগে তিনি এই আসনে নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন।

বিজ্ঞাপন

ওই আসনে এখন জাতীয় পার্টির সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু মহাজোটের প্রার্থী হিসাবে ভোটের মাঠে লড়াই করবেন। তবে সেখানে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেবী চন্দ জানান, ডা. মুশফিক হোসেনসহ পাঁচজনের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

অন্যরা হলেন- হবিগঞ্জ-১ আসনে ইয়াসমিন আক্তার মুন্নি (জাকের পার্টি), মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), হবিগঞ্জ-২ আসনে মো. ছাদিকুর মিয়া তালুকদার (তৃণমূল বিএনপি) ও হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ আবুল খায়ের (জাকের পার্টি)।