ভোটের প্রচারণায় ব্যবহার করা যাবে না হেলিকপ্টার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রার্থীদের প্রচারণা। প্রার্থীরা তখন নিজ সংসদীয় আসনে ভোট চেয়ে জনগণের কাছে দ্বারে দ্বারে ঘুরে বেড়াবেন। এসময় ভোটের মাঠে বিশৃঙ্খলা বন্ধে মেনে চলতে হবে আচরণবিধি। প্রার্থীরা নির্বাচনী প্রচার কার্যে ব্যবহার করতে পারবেনা হেলিকপ্টার বা অন্যকোনো আকাশযান। তবে চাইলে দলীয় প্রধান ব্যবহার করতে পারবেন এই সুবিধা।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। বরাদ্দের পর থেকেই নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন। আর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

বিজ্ঞাপন

ভোট গ্রহণকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নির্বাচন ঠিক করেছে আচরণবিধি। এই বিধি মেনেই প্রার্থীদের চালাতে হবে নির্বাচন প্রচারণা।

পাশাপাশি আচরণবিধিতে বলা হয়েছে, ভোটের প্রচারণায় ট্রাক, বাস, মোটরসাইকেল নৌযান ট্রেন বা যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল কিংবা মশাল মিছিল বাহির করা যাবেনা।

এবারের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬৩ আসনে লড়বেন। আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে ৫টি আসন ইসির বাছাইয়ে বাতিল হয়েছে। এছাড়া শরিকদের ৬টি আসন ও জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দেয়া হয়।

তাছাড়া সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি ২৯৪ আসনে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা চূড়ান্ত নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।