প্রতীক পেয়ে ফেরদৌস বললেন, জয় নিয়ে খুবই আশাবাদী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নৌকার মাঝি হিসেবে প্রতীক সংগ্রহ করেছেন ঢাকার ১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশন থেকে প্রতীক সংগ্রহ করেন ফেরদৌস। প্রতীক সংগ্রহের পর তিনি বলেন, 'ঢাকার গুরুত্বপূর্ণ এ আসনে প্রধানমন্ত্রী যে আমার উপর বিশ্বাস রেখেছেন এটা আমার জীবনের অনেক বড় একটা পাওয়া। আশা করি নির্বাচনে জয়ী হয়ে আমার উপর প্রধানমন্ত্রীর যে বিশ্বাস তা আমি রাখতে পারব।'

বিজ্ঞাপন

নির্বাচনে জয় নিয়ে কতখানি আশাবাদী তিনি এই প্রশ্নের জবাবে ফেরদৌস জানান, 'জনগণ কাকে ভোট দেবে এটা সম্পূর্ণ জনগণের ব্যক্তিগত পছন্দ। এখন পর্যন্ত আমি যত মানুষের সাথে কথা বলেছি সবাইতো আমার কথাই বলছে। তবে ভোটকেন্দ্রে তো আর আমি দেখবো না যে ভোটাররা আমাকে ভোট দিচ্ছে কিনা! কিন্তু মানুষের যে সাড়া আমি পেয়েছি তাতে করে জয় নিয়ে আমি খুবই আশাবাদী এবিং আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব।'

নির্বাচনে জয়ী হয়ে ঢাকা ১০ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার মাধ্যমে জনগণের পছন্দের ফেরদৌস হয়েই থাকতে চান বলে জনান তিনি।

বিভাগীয় ক‌মিশনার মো. সা‌বিরুল ইসলাম সকাল সা‌ড়ে নয়টা থে‌কে ঢাকার ১৫‌টি আস‌নের চূড়ান্ত প্রতিদ্ব‌ন্দ্বিতা করা প্রার্থী‌দের হা‌তে প্রতীক তু‌লে দি‌চ্ছেন।