কুষ্টিয়া-২ আসনে মশাল ছেড়ে নৌকা নিলেন ইনু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের শরিক হিসেবে দলীয় নির্বাচনী প্রতীক মশাল ছেড়ে নৌকা প্রতীক বরাদ্দ পেলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এছাড়া কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফও নৌকা প্রতীক পেয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজা তার কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।

এ সময় নৌকা পেয়েছেন কুষ্টিয়া-১ আসনে বর্তমান সংসদ সদস্য রাকসুর সাবেক ভিপি আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ ও কুষ্টিয়া-৪ আসনে বর্তমান এমপি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার সেলিম আলতাফ জর্জ।

বিজ্ঞাপন

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কুষ্টিয়া-১ আসনে সাবেক এমপি রেজাউল হক চৌধুরী ট্রাক প্রতীক, সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পটল ঈগল, দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আল মামুন কেটলি, কুষ্টিয়া-২ আসনে মিরপুর উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন ট্রাক, ডা: সরদার মুস্তানজীদ কেটলি, ডা. ইফতেখার মাহমুদ মোড়া, রুবেল পারভেজ ঈগল, কুষ্টিয়া-৩ আসনে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু ঈগল, কুষ্টিয়া-৪ আসনে সাবেক এমপি আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ ট্রাক প্রতীক পেয়েছেন।

জাতীয় পার্টির লাঙল প্রতীক পেয়েছেন- কুষ্টিয়া-১ আসনে সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত কোরবান আলীর ছেলে শাহারিয়ার জামিল, কুষ্টিয়া-২ আসনে শহীদুল ইসলাম ফারুকী ও কুষ্টিয়া-৪ আসনে আয়েনউদ্দিন।

তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-১ আসনে মো. আনিসুর রহমান ও কুষ্টিয়া-৪ আসনে আবু সামস মো. খালেকুজ্জামান। বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-১ আসনে মো. সেলিম রেজা ও কুষ্টিয়া-৪ আসনে রাশেদুল ইসলাম। বাংলাদেশ ওয়ার্কাস পার্টির হাতুড়ি প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-১ আসনের মো. মজিবুর রহমান। জাসদের মশাল প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-১ আসনের শরিফুল কবির স্বপন। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-১ আসনে সাজেদুল ইসলাম। বিএনএম এর নোঙর প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-২ আসনের আরিফুর রহমান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ার প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-২ আসনের বাবুল আক্তার। ন্যাশনাল পিপল্স পার্টির আম প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের ফরিদ উদ্দিন শেখ ও কুষ্টিয়া-৪ আসনে শহিদুল ইসলাম। বিএনএফর টেলিভিশন প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের কেএম জহুরুল ইসলাম ও কুষ্টিয়া-৪ আসনের হারুনার রশিদ।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতীক নিয়ে লড়বেন কুষ্টিয়া-৩ আসনে মেহেদী হাসান রিজভী ও কুষ্টিয়া-৪ আসনে আলতাফ হোসেন।

কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান- কুষ্টিয়ার ৪টি আসনে এবার মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এরমধ্যে যাচাই-বাছাইয়ে গত ৪ ডিসেম্বর বাদ পড়েন ১৭ জন। ১৫ ডিসেম্বর পর্যন্ত তাদের আপীলের শুনানী শেষে ৮জন প্রার্থিতা ফিরে পান। প্রত্যাহারের আগ পর্যন্ত বৈধ প্রার্থী ছিলো ৩৭। ৬ জন প্রত্যাহার করায় এখন ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।