রাজশাহীর ৬ আসনে কে কোন প্রতীকে লড়ছেন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দ্বাদশ জাতীয় নির্বাচনে ইতোমধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহীর ছয়টি আসনে ভোটের মাঠে লড়বেন ৩৮ জন প্রার্থী।

সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহম্মেদ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

বিজ্ঞাপন

এর মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, বিএনএমের শামসুজ্জোহা বাবু পেয়েছেন নোঙর, স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি) পেয়েছেন ট্রাক, বিএনএফের আল সাদাত পেয়েছেন টেলিভিশন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী বসির আহমেদ পেয়েছেন ছড়ি, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু পেয়েছেন সোনালী আঁশ, এনপিপির নুরুন্নেসা পেয়েছেন আম ও জাতীয় পার্টির মোহা. শামসুদ্দিন পেয়েছেন লাঙল প্রতীক।

রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা- নৌকা প্রতীক, বিএনএম প্রার্থী কামরুল হাসান- নোঙর, জাসদের আবদুল্লাহ আল মাসুদ শিবলী- মশাল, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন- লাঙল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী ইয়াসির হাবিব বিন আলিফ- ছড়ি ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মারুফ শাহরিয়ার পেয়েছেন ডাব প্রতীক।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ পেয়েছেন নৌকা। এছাড়া বিএনএমের কেএম মতিউর রহমান নোঙর, জাতীয় পার্টির আবদুস সালাম খান লাঙল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী এনামুল হক ছড়ি, বিএনএফের বজলুর রহমান টেলিভিশন ও এনপিপির সইবুর রহমান আম প্রতীক পেয়েছেন।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন নৌকা। এছাড়া বিএনএমের প্রার্থী সাইফুল ইসলাম রায়হান নোঙর, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক কাঁচি, এনপিপির জিন্নাতুল ইসলাম জিন্না আম, জাতীয় পার্টির আবুল তালেব লাঙল ও স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন মাথাল প্রতীক পেয়েছেন।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনেও প্রার্থী ছয়জন। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াদুদ দারা- নৌকা, জাতীয় পার্টির আবুল হোসেন- লাঙল, স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান- ঈগল, বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা- একতারা, বিএনএমের শরিফুল ইসলাম- নোঙর ও গণফ্রন্টের মখলেসুর রহমান- মাছ প্রতীক পেয়েছেন।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলম নৌকা পেয়েছেন। এছাড়া বিএনএম প্রার্থী আবদুস সামাদ নোঙর, জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু লাঙল, স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক কাঁচি, এনপিপির মহসিন আলী আম ও জাসদের প্রার্থী জুলফিকার মান্নান জামী মশাল প্রতীক পেয়েছেন।