মাগুরা-১ আসনে সাকিবের নির্বাচনী প্রচারণা শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

মাগুরা-১ আসনে সাকিবের নির্বাচনী প্রচারণা

মাগুরা-১ আসনে সাকিবের নির্বাচনী প্রচারণা

মাগুরার ২টি সংসদীয় আসনে সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দ দেওয়ার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রতীক সম্বলিত পোস্টার ও প্রচার মাইকিং শুরু করেছেন।

প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকা প্রতীকের প্রচার মাইকিং শুরু করেছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। তার পক্ষে শহরের বিভিন্ন রাস্তায় ও গলিতে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে স্মার্ট বাংলাদেশ গড়ার স্লোগান নিয়ে প্রচার চলছে। এছাড়া অন্যান্য প্রার্থীরাও প্রচারে নেমেছে।

বিজ্ঞাপন

নভেম্বর মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি হয় ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হয় ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে এবং ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।