নীলফামারীতে কে কোন প্রতীক পেলেন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

দ্বাদশ জাতীয় নির্বাচনে নীলফামারীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চারটি আসনে ভোটের মাঠে লড়বেন ২৬ জন প্রার্থী।

সোমবার(১৮ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

বিজ্ঞাপন

নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আফতাব উদ্দিন সরকার, জাতীয় পার্টির তসলিম উদ্দিন পেয়েছেন লাঙ্গল প্রতীক, তৃনমুল বিএনপির এডভোকেট এন. কে. আলম চৌধুরী পেয়েছেন সোনালি আঁশ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের জাফর ইকবাল সিদ্দিকী পেয়েছেন নোঙ্গর, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম পেয়েছেন টেলিভিশন, জাতীয় পার্টির(জেপি) মখদুম আজম মাশরাফি পেয়েছেন বাইসাইকেল ও স্বতন্ত্র প্রার্থী ইমরান কবির চৌধুরী ট্রাক প্রতীক পেয়েছেন।

নীলফামারী-২(সদর উপজেলা) আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান নূর, জাতীয় পার্টির শাহজাহান আলী চৌধুরী পেয়েছেন লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের মোরছালীন পেয়েছেন ডাব ও স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ট্রাক প্রতীক পেয়েছেন।

নীলফামারী-৩(জলঢাকা) আসনে লাঙ্গল প্রতীক পেয়েছেন মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল, তৃনমুল বিএনপির খলিলুর রহমান পেয়েছেন সোনালী আঁশ, বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর পেয়েছেন হাত ঘড়ি, স্বতন্ত্র প্রার্থী কাজী ফারুক কাদের পেয়েছেন কেটলি, মার্জিয়া সুলতানা পেয়েছেন ঈগল, আবু সাঈদ শামীম মোড়া, সাজ্জাদ হোসেন পাভেল কাঁচি ও হুকুম আলী খান ট্রাক প্রতীক পেয়েছেন।

নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল লাঙ্গল প্রতীক পেয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এম সাজেদুল করিম পেয়েছেন নোঙ্গর, তৃনমুল বিএনপির ড. আব্দুল্লাহ আল নাসের সোনালী আঁশ, জাসদের আজিজুল হক পেয়েছেন মশাল, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল হাই সরকার পেয়েছেন আম, স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিন ট্রাক ও সিদ্দিকুর আলম কাঁচি প্রতীক পেয়েছেন।

তফসিল অনুযায়ী আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন চলবে প্রচার-প্রচারণা, যা শেষ হবে ৫ জানুয়ারি সকাল ৮টায়। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।