লক্ষ্মীপুর-২: নৌকা-তরমুজ নিয়ে ভোট যুদ্ধে স্বামী-স্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

নৌকা-তরমুজ নিয়ে ভোট যুদ্ধে স্বামী-স্ত্রী

নৌকা-তরমুজ নিয়ে ভোট যুদ্ধে স্বামী-স্ত্রী

দ্বাদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগ নেতা নুরউদ্দিন চৌধুরী নয়ন ও তার স্ত্রী রুবিনা ইয়াছমিন লুবনা প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রতীক নৌকা নিয়ে নয়ন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তরমুজ নিয়ে লুবনা ভোটযুদ্ধে মাঠে রয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রতীক বরাদ্দের সময় দুইজনেই একই গাড়িতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। প্রতীক বরাদ্দের পর একই গাড়িতে তারা বাসায় ফিরেন।

বিজ্ঞাপন

এদিকে নয়ন ও লুবনা ছাড়াও এ আসনে আরও ৯ জনকে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ (লাঙ্গল), জাসদের মো. আমির হোসেন (মশাল), তৃণমূল বিএনপির আব্দুল্লাহ্ আল মাসুদ (পাট), বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন (একতারা), বাংলাদেশ কংগ্রেস জোটের মো. মনসুর রহমান (ডাব), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোরশেদ আলম (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মোমবাতি), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া (হাত ঘড়ি) ও মুক্তিজোটের মো. ইমাম উদ্দিন সুমন (ছড়ি)।

অন্যদিকে এ আসন থেকে উচ্চ আদালতে আপিল করে কুয়েতে দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে জানা গেছে। তবে রাত সাড়ে ৬ টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোয়নন বৈধতার কোন কাগজপত্র আসেন। নির্বাচন কমিশন থেকেও জেলা রিটার্নিং কর্মকর্তাকেও কোন নির্দেশনা দেওয়া হয়নি। এতে সেলিনাকে প্রতীক দেওয়া হয়নি। তিনি প্রতীক পেলে আসনটিতে ১২ জন প্রার্থী ভোটের মাঠে থাকবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, 'ভোট উৎসবমুখর হবে। আমরা স্বামী-স্ত্রী ভোটের মাঠে রয়েছি। অবশ্যই এটি আনন্দের বিষয়। আমার আসনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নৌকা মার্কায় ভোট বিপ্লব হবে। ইনশাআল্লাহ নৌকার বিজয় সুনিশ্চিত।' 

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসনে ৪ লাখ ৫১ হাজার ৪২৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৮৮৯ পুরুষ, ২ লাখ ১৯ হাজার ৫৩৫ জন নারী ও ২ জন হিজড়া ভোটার। রায়পুরের ১০ টি ইউনিয়ন, রায়পুর পৌরসভা ও সদরের ৯ টি ইউনিয়ন নিয়ে এ আসন গঠিত। আসনটিতে ভোটকেন্দ্র রয়েছে ১৪৬টি।