বাহারকে ইসির শোকজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনে নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কুমিল্লা জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল স্বাক্ষরিত চিঠিতে শোকজ করা হয়। এবং আগামী ২৪ ডিসেম্বর সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে ব্যাখা দেওয়া কথা বলা হয়।

বিজ্ঞাপন

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গত ১৮ ডিসেম্বর কুমিল্লা মহানগরের ৩ নং ওয়ার্ডের কালিয়াজুরি পিটিআই স্কুল মাঠে উঠান বৈঠক করেছেন। তিনি ওই বৈঠকে বলেন, যদি কোনো বিএনপি-জামায়াতের কর্মীকে নির্বাচনী প্রচারণায় পাওয়া যায় তবে তার হাত-পা ভেঙে দিবেন। আমি আ ক ম বাহাউদ্দিন আপনাদের সঙ্গে আছি বলে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় তাকে শোকজ করা হয়েছে।

আ ক ম বাহাউদ্দিনের ওই বক্তব্যের কারণে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও ভীতিমুক্ত পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং এতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) লঙ্ঘন করেছেন।