প্রতিদিনের আচরণবিধি প্রতিপালনের প্রতিবেদন দিতে ইসির নির্দেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সারাদেশে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনের বিষয় প্রতিদিনের প্রতিবেদন দিতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. খোরশেদ আলম স্বাক্ষরিত নির্দেশনাটি রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, প্রতিদিন বেলা ১১টার মধ্যে আগের দিনের প্রতিবেদন পাঠাতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট ছকে আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণে সময়, কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হলো, অভিযোগ প্রাপ্তির উৎস সম্পর্কে জানাতে হবে।

আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে ৮ শতাধিক নির্বাহী হাকিম দায়িত্ব পালন করছে। এছাড়া রয়েছে ৩০০ নির্বাচনি অনুসন্ধান কমিটি।

এবারে নির্বাচনে ২৭টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এক হাজার ৮৯৫ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্ধের পর এখন চলছে প্রচারণা। যা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বচ্চ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।