আতিকের প্রচারণায় নায়ক রিয়াজ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনফার্মগেট আল রাজী হাসপাতালের সামনে থেকে ৬ষ্ঠ দিনের প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন আতিক। এসময় তার নির্বাচনী প্রচারণায় চিত্রনায়ক রিয়াজ, নায়িকা বাধন, তারানা হালিম, ফুটবলার কায়সার হামিদসহ অনেক সেলেব্রিটি অংশ নেন।
রিয়াজ আতিকের পক্ষে নৌকা মার্কায় ভোট চান। এসময় আতিকুল ইসলাম আবারও জলাবদ্ধতা মুক্ত ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন। হলিক্রস স্কুলের সামনে দিয়ে লুকাস রেল ক্রসিং হয়ে, তেজকুনি পাড়া দিয়ে তেজগাঁও গিয়ে গণসংযোগটি শেষ হয়।