ভিলেন সাইফ
দু’দিন আগে নিজের আসন্ন ছবি ‘আদিপুরুষ’-এর ঘোষণা দিয়েছেন নির্মাতা ওম রাউত। টি-সিরিজ প্রযোজিত ছবিটিতে প্রধান চরিত্রে থাকছেন দক্ষিণের জনপ্রিয় তারকা প্রভাস।
এবার শোনা যাচ্ছে, ‘আদিপুরুষ’-এ প্রভাসের পাশাপাশি পাওয়া যাবে সাইফ আলি খানকে। ছবিটিতে বলিউডের এই অভিনেতা ভিলেন হয়ে দেখা দেবেন।
এ প্রসঙ্গে নির্মাতার একটি ঘনিষ্ঠসূত্র জানায়, “আদিপুরুষ’-এ থাকছেন সাইফ আলি খান। তাছাড়া ওম রাউত তার পরিচালিত ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’-এ সাইফের অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে আবার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে রাউতের ইচ্ছে তিনি খলচরিত্রে অভিনয় করুক।”
শিগগিরই আসবে সাইফের চুক্তিবদ্ধ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। সব ঠিক থাকলে আগামী বছর শুরু হবে ‘আদিপুরুষ’-এর শুটিং। মুক্তি পাবে ২০২২ সালে।