চেহারার চেয়ে পেশী আকর্ষণীয়!
তারকাদের আসল বয়স এমনিতেই ধরা পড়ে কম। পরিমিত খাবার খাওয়া আর নিয়মিত শরীরচর্চা করে অনেকেই চেহারায় তরুণ ভাব ধরে রেখেছেন।
কিন্তু তারকাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাদের চিরতরুণ বললেও বুঝি কম বলা হবে। কারণ, চেহারা দেখে তাদের আসল বয়স ঠাওর করার কোনো উপায় নেই।
ঠিক এমনই একজন তারকা হলেন অনিল কাপুর। বয়স ৬৩ কোটা পার করলেও তাকে দেখে সেটি বোঝার উপায় নেই। এই বয়সে পৌঁছেও বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ফিট তারকার খেতাব ধরে রেখেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রায় সময় নিজের শরীরচর্চার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন অনিল কাপুর। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আরও কয়েকটি ছবি পোস্ট করেছিলেন বলিউডের এই তারকা। যার ক্যাপশনে তিনি লিখেছেন- ‘চেহারার চেয়ে পেশী যখন আকর্ষণীয়।’
সবশেষ মোহিত সুরির ‘মালাঙ্গ’ ছবিতে দেখা গেছে অনিল কাপুরকে। এই মুহূর্তে তার হাতে রয়েছে ‘মুম্বাই সাগা’র কাজ। এতে তার পাশাপাশি দেখা যাবে জন আব্রাহামকে।