রিয়ার সঙ্গে চ্যাট ফাঁস, মহেশ ভাটের পাশে স্ত্রী-মেয়ে
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার জন্য দায়ী করা হচ্ছে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। ফলে প্রতিদিনই রিয়াকে ঘিরে সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে রিয়া চক্রবর্তী ও নির্মাতা মহেশ ভাটের হোয়াটসঅ্যাপ চ্যাট। যা নিয়ে চলছে বেশ সমালোচনা।
এরইমধ্যে মহেশ ভাটের পাশে এসে দাঁড়ালেন স্ত্রী সোনি রাজদান ও তার বড় মেয়ে পূজা ভাট।
বাবার পক্ষ নিয়ে নিজের ফোনের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট টুইটারে শেয়ার করে পূজা ভাট লিখেছেন, “সবচেয়ে বড় খোলসা হিসেবে যে ম্যাসেজ ইন্ডিয়া টুডের চ্যানেলে দেখানো হয়েছে সেই একই ম্যাসেজ আমার বাবা আমাকে এবং অসংখ্য মানুষকে পাঠিয়েছেন এবং ওইদিনই (সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার)।”
সোনি রাজদানও মেয়ের মতোই স্ক্রিনশট শেয়ার করে টুইটারে লিখেছেন, “হ্যাঁ, সত্যি। এটি আমার। আমরা এগুলো রোজ পেয়ে থাকি। কবে নিউজ চ্যানেলগুলো আমাদের আসল খবর দেবে এবং রঙ চড়ানো খবর দেখাবে না।”
গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে বলিউডের এই অভিনেতার মৃত্যুর তদন্ত করছে সিবিআই।