‘মানি মেশিন’ নিয়ে আসছেন রাজ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে এবার নির্মিত হচ্ছে ওয়েব কনটেন্ট ‘মানি মেশিন’। এটি পরিচালনা করবেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার আরটিভি কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ চুক্তিতে স্বাক্ষর করেন ।

বিজ্ঞাপন

‘মানি মেশিন’ লিখেছেন মারুফ রেহমান। এতে অভিনয় করবেন- তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মণিরা আক্তার মিঠু, শাকিরা সাবা, ফখরুল বাশার, মিলি বাশার, হারুন রশিদসহ অনেকে।

এ প্রসঙ্গে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “সম্পূর্ণ ভিন্নধর্মী ‘ওয়েব কনটেন্ট’। ভরপুর সাসপেন্স আছে। এতে পারিবারিক গল্প আছে। আশা করি দর্শক এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।”

বিজ্ঞাপন