কানে স্বর্ণ পাম জিতলো মিসরের স্বল্পদৈর্ঘ্য ছবি

  • বৃষ্টি শেখ খাদিজা, নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবের ৭৩তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে নির্বাচিত হয় ১১টি ছবি। এর মধ্যে ‘আই অ্যাম অ্যাফ্রেইড টু ফরগেট ইউর ফেস’ স্বর্ণপাম জিতেছে। এটি পরিচালনা করেছেন মিসরের সামাহ আলা।

কানের পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ‘কান টোয়েন্টি টোয়েন্টি স্পেশাল’ অনুষ্ঠানের সমাপনীতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে করোনাভাইরাস মহামারিতে স্থগিত হয়ে যাওয়া কান উৎসবের আমেজ কিছুটা হলেও পাওয়া গেছে দক্ষিণ ফ্রান্সের শহরটিতে।

বিজ্ঞাপন

একইদিন এর আগে কান চলচ্চিত্র উৎসবের শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ সিনেফন্ডেশন বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। দুটি বিভাগেই বিচারকের দায়িত্ব পালন করেন ফরাসি অভিনেতা দেমিয়া বোনার্দ, অভিনেত্রী সেলিন সেলেট ও ক্লেয়ার বার্গার, প্রযোজক শার্ল জিলিবার্ত, আলজেরিয়ান-ফরাসি নির্মাতা রশিদ বুশারেব, জর্জিয়ান নির্মাতা দেয়া কুলুমবেগাশভিলি।

সিনেফন্ডেশন বিজয়ীরা
এ বিভাগে এবার জমা পড়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তের ৪৪৪টি ফিল্ম স্কুলের ১ হাজার ৯৫২টি ছবি। সেগুলো থেকে সেরা ১৭টি ছবি নির্বাচিত হয়।

বিজ্ঞাপন

প্রথম পুরস্কার: ক্যাটডগ (আশমিতা গুহ নিওগি, ভারত)
দ্বিতীয় পুরস্কার: মাই ফ্যাট আর্স অ্যান্ড আই (ইয়েলাইজাভেতা পিসমাক, পোল্যান্ড)
তৃতীয় পুরস্কার (যৌথভাবে): কনট্রেইনডিকেশন্স (লুসিয়া সিকোস, রোমানিয়া) এবং আই ওয়ান্ট টু রিটার্ন রিটার্ন রিটার্ন (এলসা রোসেনগ্রেন, জার্মানি)

পুরস্কার
প্রথম পুরস্কার বিজয়ী ১৫ হাজার ইউরো, দ্বিতীয় পুরস্কার বিজয়ী ১১ হাজার ২৫০ ইউরো এবং তৃতীয় পুরস্কারপ্রাপ্ত দুই জন ভাগাভাগি করবেন ৭ হাজার ৫০০ ইউরো।

কান টোয়েন্টি টোয়েন্টি স্পেশাল
৭৩তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনের চারটি ছবি গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সাধারণ দর্শকরা উপভোগ করেছেন। ২৭ অক্টোবর উদ্বোধনী দিনে ছিল ফরাসি নির্মাতা ইমানুয়েল কুরকল পরিচালিত ‘দ্য বিগ হিট’। এরপর দেখানো হয় জাপানের নাওমি কাওয়াসে পরিচালিত ‘ট্রু মাদারস’ ও জর্জিয়ার দেয়া কুলুমবেগাশভিলির ‘বিগিনিং’। বৃহস্পতিবার পুরস্কার বিতরণীর পর সমাপনী ছবি ছিল ফ্রান্সের ব্রুনো পোদালিদেস পরিচালিত ‘দ্য ফ্রেঞ্চ টেক’।