সোহম-শ্রাবন্তী ‘দুজনে’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তী

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তী

ওপার বাংলার বহু জনপ্রিয় ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার ওয়েব দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন শ্রাবন্তী-সোহম জুটি।

‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘দুজনে’তে দেখা যাবে টলিউডের এই জনপ্রিয় জুটিকে। এরইমধ্যে শুরু হয়ে গেছে এর শুটিং।

বিজ্ঞাপন

থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘দুজনে’তে স্বামী-স্ত্রী অহনা (শ্রাবন্তী) ও অমরকে (সোহম) একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে দেখা যাবে। ইতিমধ্যে তাদের দু’জনের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে ওয়েব সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ’র পক্ষ থেকে।

 ‘দুজনে’র ফার্স্ট লুক

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে- ‘দুজনে’ ওয়েব সিরিজটি প্রথমে নাম রাখা হয়েছিল ‘ইনটিউশন’। পরে নাম বদলে ‘দুজনে’ রাখা হয়।

বিজ্ঞাপন

প্রথম ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, “আমার প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করতে পেরে অত্যন্ত খুশি, সেটিও আবার সোহমের সঙ্গে। এসভিএফ হাত ধরে সোহমের সঙ্গেই আমি বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম। আর এখন এটা করছি হইচই এর সঙ্গে। ‘দুজনে’তে একটা দুর্দান্ত গল্প রয়েছে। এটির স্ট্রিমিংয়ের জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না!”

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তী

সোহম বলেন, “সবার ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমি আমার প্রথম ওয়েব সিরিজের জন্য প্রস্তুত হয়েছি! ‘দুজনে’ শুধু একটি থ্রিলারই নয় এটা একটা প্রেমের গল্পও। আমি আবারও শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। আশাকরি দর্শকরা আমার ছবির জন্য যেভাবে পাশে থেকেছেন, তেমনই এটার জন্যও থাকবেন।”