এ বছর বচ্চন বাড়িতে হবে না দিওয়ালি পার্টি
আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালি। ভারতের প্রধানতম উৎসবের মধ্যে এটি অন্যতম। তবে প্রতি বছরের মতো এ বছর বিশেষ এই দিনটিতে কোনো ধুমধাম আয়োজন থাকছে না বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিষেক বচ্চন।
করোনাভাইরাস মহামারি এবং অমিতাভের মেয়ে শ্বেতা নন্দার শাশুড়ি মারা যাওয়ার কারণে এ বছর ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে দিওয়ালি উৎসবে পালন থেকে বিরত থাকবেন বচ্চন পরিবার।
তাছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক ব্চ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চন। বেশ কিছুদিন হাসপাতালেও ভর্তি ছিলেন তারা সকলে।
অভিষেক বচ্চন এখন ব্যস্ত রয়েছেন নেটফ্লিক্সের জন্য তৈরি ‘লুডু’ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রাজকুমার রাও, আদিত্য রয় কাপুর, সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ।