শুভ জন্মদিন আরাধ্য
আরও এক বছর বেড়ে গেলো আরাধ্য বচ্চনের। আজ (১৬ নভেম্বর) নয় বছরে পা দিয়েছে বচ্চন পরিবারের সবচেয়ে ছোট সদস্য এবং ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির একমাত্র সন্তান আরাধ্য।
নাতনির নবম জন্মদিনে তার নয়টি ছবি জোড়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। এর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘শুভ জন্মদিন আরাধ্য। তোমার জন্য আমার ভালোবাসা রইলো।’
শুধু অমিতাভ বচ্চন নয়, নিজের ফেসবুক অ্যাকাউন্টে অভিষেক ও অমিতাভের সঙ্গে আরাধ্যর তোলা একটি ছবি শেয়ার করে মেয়েকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
এদিকে, আরাধ্য জন্মদিনে প্রতি বছরই থিম পার্টির আয়োজন করা হয় বচ্চন বাড়িতে। যেখানে সন্তানদের নিয়ে হাজির হয় বলিউড ইন্ডাস্ট্রির নামি-দামি তারকারা। কিন্তু এ বছর করোনাভাইরাস পরিস্থিতির কারণে আরাধ্য জন্মদিনে কোনো ধুমধাম আয়োজন করা হচ্ছে না।