ক্লাসমেট থাকা বলিউড তারকারা
স্কুল জীবন ও বন্ধুদের নিয়ে আমাদের প্রত্যেকেরই রয়েছে নানা মজার মজার স্মৃতি। ঠিক তেমনই বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছে এমন কয়েকজন তারকা যারা একই স্কুলে পড়াশোনা করেছেন এবং ঘনিষ্ঠ বন্ধুও। আবার কেউ কেউ তো ছিলেন একই ক্লাসে। চলুন জেনে নেওয়া যাক সেসব বলিউড তারকাদের নাম যারা স্কুলমেট এবং ক্লাসমেট ছিলেন...
করণ জোহর-টুইঙ্কেল খান্না
বলিউডের জনপ্রিয় এই পরিচালক-প্রযোজক ও সাবেক অভিনেত্রী মহারাষ্ট্রের একটি বোর্ডিং স্কুলে একইসঙ্গে পড়াশোনা করেছেন।
সালমান খান-আমির খান
বলিউডের এই দুই সুপারস্টার ক্লাসমেট ছিলেন। দ্বিতীয় শ্রেণিতে একসঙ্গে ছিলেন এই দুই খান।
বরুণ ধাওয়ান-অর্জুন কাপুর
বলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হওয়ার আগে বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুর একই অ্যাক্টিং ক্লাসে ক্লাসমেট ছিলেন।
শ্রদ্ধা কাপুর-টাইগার শ্রফ
মুম্বাইয়ের একটি স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছেন শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ। তারাও ছিলেন ক্লাসমেট। বলিউডের এই দুই তারকা কৃষ্ণা শ্রফ (টাইগার শ্রফের বোন) ও আথিয়া শেঠির (সুনিল দত্তের মেয়ে) থেকে দুই বছরের সিনিয়র ছিলেন।
আনুশকা শর্মা ও সাক্ষী ধনি
ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মা ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি আসামের একই স্কুলে পড়াশোনা করেছেন। এছাড়া এসটি মেরি’স স্কুলে তারা ক্লাসমেট ছিলেন।
হৃতিক রোশন-উদয় চোপড়া
ছোটবেলায় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলিউডের এই দুই অভিনেতা। চতুর্থ শ্রেণি থেকে কলেজ পর্যন্ত তারা ক্লাসমেট ছিলেন।
সারা আলি খান-অনন্যা পাণ্ডে
ধিরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছেন বলিউডের এই দুই সুন্দরী।
কৃষ্ণা শ্রফ-আথিয়া শেঠি
সুনিল দত্তের মেয়ে আথিয়া শেঠি ও জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ ঘনিষ্ঠ বন্ধু। তারা দু’জন একই স্কুলে পড়াশোনা করেছেন।
নভ্য নাভেলি নন্দা-আরিয়ান খান
অমিতাভ বচ্চনের নাতনি নভ্য নাভেলি নন্দা ও শাহরুখ পুত্র আরিয়ান খান লন্ডনের একই কলেজে পড়াশোনা করেছেন। তারা দু’জন ঘনিষ্ঠ বন্ধুও।