নতুন বছরে কাজলের চমক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘ত্রিভঙ্গা’র কলাকুশলীরা

‘ত্রিভঙ্গা’র কলাকুশলীরা

নতুন বছরের প্রথম দিনেই ভক্তদের উপহার দিলেন কাজল। শুক্রবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘ত্রিভঙ্গা’র টিজার প্রকাশ করেছেন বলিউডের এই অভিনেত্রী।

‘ত্রিভঙ্গা’তে ফুটে উঠেছে তিন ভিন্ন বয়সের নারীর কাহিনি। এটি পরিচালনা করেছেন অভিনেত্রী রেণুকা সাহানে। চিত্রনাট্যও তিনিই লিখেছেন। এতে কাজল ছাড়াও রয়েছেন তনভি আজমি ও মিথিলা পালকার। আগামী ১৫ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘ত্রিভঙ্গা’।

বিজ্ঞাপন

টিজার আপলোড করে ক্যাপশনে রেণুকা লিখেছেন, প্রায় ৬ বছর ধরে ‘ত্রিভঙ্গা’র কাহিনি তার জীবনের অঙ্গ হয়ে উঠেছিলো। বাস্তবের অনুপ্রেরণায় তৈরি এই চরিত্রগুলোকে রক্ত মাংসের ধাঁচে তুলে ধরেছেন কাজল, তনভি এবং মিথিলা। তিন নারীকে ধন্যবাদ দিয়েছেন রেণুকা।

বিজ্ঞাপন

ওয়েব সিরিজটিতে আরও রয়েছেন কুণাল রায় কাপুর, মানব গোহিল, কনওয়ালজিৎ সিং।