ওয়েব ‍দুনিয়ায় পা রাখছেন হৃতিক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হৃতিক রোশন

হৃতিক রোশন

এ বছরের বড় ধামাকা! স্বামীর সঙ্গে লস অ্যাঞ্জেলসে দারুণ সময় কাটাচ্ছেন প্রীতি জিনতা। সেখানে থেকেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। ডিজনি প্লাস হটস্টারের জন্য একটি ওয়েব সিরিজ প্রযোজনা করবেন তিনি। এটি পরিচালনা করবেন সন্দীপ মোদি।

চমকপ্রদ তথ্য হলো- প্রীতির প্রযোজিত ওয়েব সিরিজে অভিনয় করবেন তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা হৃতিক রোশন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে প্রীতির একটি ঘনিষ্ঠসূত্র জানান, “ব্রিটিশ লেখক জন লে কারের উপন্যাস ‘দ্য নাইট ম্যানেজার’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজটি। এটিতে যে চরিত্র রয়েছে তার জন্য ডুগ্গুকে (হৃতিকের ডাকনাম) একদম পারফেক্ট বলে মনে হয়েছে প্রীতির। ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়ে গেছেন বলিউডের এই সুপারস্টার।”

প্রীতি জিনতা ও হৃতিক রোশন

এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে হৃতিক রোশনের। দুই বন্ধু মিলে কী জাদু দেখায় এখন সেটিই দেখার অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা।

বিজ্ঞাপন