প্রথমবার একসঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণা-দেবশ্রী
প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটির বহু বছর আগের অফস্ক্রিন সম্পর্কের গুঞ্জন কারো অজানা নয়।
অন্যদিকে, ১৯৯২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন প্রসেনজিৎ এবং দেবশ্রী রায়। কিন্তু বিয়ের তিন বছর পরই সংসার জীবনের ইতি টানেন তারা।
চমকপ্রদ তথ্য হলো- টলিউডে প্রথমবার একফ্রেমে দেখা মিলতে যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং দেবশ্রী রায়ের।
শিগগিরই নাম ঠিক না হওয়া ছবিটির কাজ শুরু করতে যাচ্ছেন পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। প্রযোজনা করবে উইন্ডোজ প্রোডাকশন হাউস।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সবশেষ চন্দ্রাশিস রায়ের ‘নিরন্তর’ ছবিতে দেখা গেছে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও লকডাউনের শুরু থেকেই রয়েছেন সিঙ্গাপুরে।
এদিকে দেবশ্রী রায়ও দীর্ঘদিন ধরে রয়েছেন অভিনয় জগতের আড়ালে।