বেড়ে গেছে আলির দাম

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘মির্জাপুর’র পোস্টারে আলি ফজল

‘মির্জাপুর’র পোস্টারে আলি ফজল

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম আলি ফজল। শুধু বলিউড নয়, তিনি পাড় করেছেন হলিউডের গণ্ডিও।

তবে সাম্প্রতিক সময়ে বলিউডের এই অভিনেতার জনপ্রিয়তা একটু বেশিই বেড়ে গিয়েছে। তাইতো নিজের দাম বাড়িয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা। তবে এর পেছনে রয়েছে অবদান রয়েছে ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর।

বিজ্ঞাপন

‘মির্জাপুর’র গুড্ডু (আলি ফজল) চরিত্রটি এখন কম বেশি সকলের কাছেই বেশ পরিচিত। আর এই চরিত্রটিতেই অভিনয়ের সুবাদে বেড়ে গেছে আলির মার্কেট ভ্যালু।

এই মুহূর্তে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে আলি ফজলের হাতে। তবে এসবে অভিনয়ের জন্য আগের থেকে তার পারিশ্রমিক কিছুটা বাড়িয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে আলির একটি ঘনিষ্ঠসূত্র জানান, “স্ট্রিমিং জগড়ে দারুণ সাড়া ফেলেছে ‘মির্জাপুর’। সেই জনপ্রিয়তার জের ধরেই নিজের পারিশ্রমিক ৩০ থেকে ৪০ শতাংশ বাড়িয়েছেন।”