প্রসেনজিতের সঙ্গে জুটি বাঁধছেন অদিতি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অদিতি রাও হায়দারি ও প্রসেনজিৎ চ্যাটার্জী

অদিতি রাও হায়দারি ও প্রসেনজিৎ চ্যাটার্জী

বাঙালি সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি।

নেটফ্লিক্সের জন্য একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন বিক্রমআদিত্য মোতওয়ানি। সেখানেই একসঙ্গে পাওয়া যাবে প্রসেনজিৎ-অদিতিকে।

বিজ্ঞাপন

ফিল্ম ইন্ডাস্ট্রির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। জানা গেছে- সিরিজটির আট থেকে নয়টি পর্ব হবে।

ওয়েব সিরজটিতে প্রসেনজিৎ-অদিতির পাশাপাশি দেখা যাবে বলিউড অভিনেতা অপারশক্তি খুরানা।

বিজ্ঞাপন

গত বছরই ওয়েব সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় এর কাজ। সব ঠিক থাকলে আগামী মার্চে শুরু হবে এর শুটিং।