আদার স্বাদ বানর কী জানে: আদনান সামি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লতা মঙ্গেশকর ও আদনান সামি

লতা মঙ্গেশকর ও আদনান সামি

সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই কটাক্ষের মুখে পড়তে হয় তারকাদের। তাই বলে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মতো জীবন্ত কিংবদন্তি শিল্পীকেও এই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে?

কাবেরী নামের এক প্রোফাইল থেকে একটি টুইট করা হয়। যেখানে লেখা হয়, ‘ভারতীয়দের মগজধোলাই করে এটি বোঝানো হয়েছে যে লতা মঙ্গেশকরের কণ্ঠ ভালো।’ তবে লতা মঙ্গেশকর সেই টুইটের কোনো জবাব না দিলেও, কাবেরীর টুইট শেয়ার করে পাল্টা জবাব দিয়ে সংগীতশিল্পী আদনান সামি লিখেছেন, “বানর ক্যায়া জানে আদরাক কা স্বাদ... মুখ খুলে সবার সামনে নিজের নির্বুদ্ধিতা প্রমাণ না করে চুপ করে থাকলে ভালো হতো না!!”

শুধু আদনান সামি নন, পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীও প্রতিবাদ জানান মাইক্রো ব্লগিং সাইটে। তিনি লেখেন- ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি লতা মঙ্গেশকরের নিন্দুকরা যেনো পরবর্তী জন্মে আমাদের মতো মানুষ হয়ে জন্ম লাভ করেন যাতে তারা সৌন্দর্যের প্রকৃত মূল্য এবং স্বর্গীয় অনুভূতি বুঝতে পারেন।’

বিজ্ঞাপন