বিপদে প্রেমিকের পাশে দিশা
গত কয়েক বছর ধরেই মন দেওয়া-নেওয়া চলছে টাইগার শ্রফ ও দিশা পাতানির। বলতে গেলে তাদের সম্পর্কটি ওপেন সিক্রেট। কেননা এই তারকা জুটি কখনও তাদের প্রেম নিয়ে কিছু বলেননি আবার কিছু লুকাননি।
টাইগার-দিশার প্রেম নিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে কম চর্চা হয় না। সম্প্রতি আরও একবার আলোচনায় এসেছেন তারা।
সাধারণত নৈশভোজ বা ঘোরাঘুরির জন্যই একসঙ্গে বেশিরভাগ সময় বেরিয়ে থাকেন টাইগার শ্রফ-দিশা পাতানি। তবে রোববার (২১ ফেব্রুয়ারি) খেলার মাঠে দেখা গেলো তাদের। সেখানেই প্রেমিক টাইগারের বিপদের সময় পাশে বসে তাকে সাহস দিতে দেখা গেলো দিশাকে।
ফুটবল খেলতে মুম্বাইয়ের বান্দ্রার একটি মাঠে গিয়েছিলেন টাইগার শ্রফ। প্রেমিকের খেলা সরাসরি উপভোগ করতে মাঠে হাজির হয়েছিলেন দিশা পাতানিও। সেখানে আরও উপস্থিত ছিলেন- আহান শেঠি, অর্জুন কাপুর, অপারশক্তি খুরানা। কিন্তু খেলার এক পর্যায়ে চোট পেয়ে বসেন টাইগার। এরপর মেডিকেল টিম এসে বলিউডের এই অভিনেতার চেকআপ করেন। সেসময় পাশেই বসে ছিলেন দিশা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, টাইগার শ্রফের চোট গুরুতর নয়।