স্ত্রীর জন্মদিনে অনিলের কোটি টাকার উপহার
সম্প্রতি ৫৬তম জন্মদিনের কেক কেটেছেন অনিল কাপুরের স্ত্রী সুনিতা কাপুর। স্ত্রীর জীবনের বিশেষ এই দিনটিতে তাকে কোটি টাকা মূল্যের একটি গাড়ি উপহার দিয়ে আরও বিশেষ করে তুলেছেন বলিউডের এই অভিনেতা।
জন্মদিনে স্ত্রীকে উপহার হিসেবে মার্সেডিজ বেঞ্চ জিএলএস দিয়েছেন অনিল কাপুর। যার মূল্য প্রায় এক কোটি টাকা।
স্ত্রীর জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন অনিল কাপুর। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জীবনের ভালোবাসা, ট্রেনের থার্ড ক্লাস বগি থেকে লোকাল বাস-রিক্সা এবং কালো-হলুদ ট্যাক্সি; বিমানের ইকোনমি ক্লাস থেকে ফার্স্ট বিজনেস ক্লাস; দক্ষিণের কড়াইকুন্ডি গ্রামের ছোট ছোট হোটেল থেকে লেহ লাদাখের টেন্ট... আমরা সেগুলোকে মুখের হাসি এবং হৃদয়ে ভালোবাসা নিয়ে পেরিয়ে এসেছি।’
যোগ করে অনিল কাপুর আরও লিখেছেন, ‘কয়েক লক্ষ কারণের জন্য আমি তোমাকে ভালোবাসি... তুমি আমার হাসির পিছনে কারণ এবং আমি তোমার সঙ্গে একসঙ্গে ভ্রমণ করতে পেরে আনন্দিত। আজ, প্রতিদিন এবং চিরদিনের জন্য তুমি আমার আত্মার সঙ্গী এবং জীবনসঙ্গী হিসেবে তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি... জন্মদিনের শুভেচ্ছা... সবসময় ভালোবাসি।’
‘মেরি জঙ্গ’ ছবির সেটে প্রথম দেখা হয়েছিলো অনিল কাপুর ও সুনিতা কাপুরের। এরপর ১৯৮৪ সালে বিয়ে বন্ধনে জড়ান তারা। তাদের তিন সন্তান হর্ষবর্ধন, সোনম কাপুর ও রিয়া কাপুর।