চোর একতা কাপুর!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে উঠলো চুরির অভিযোগ।

শুক্রবার (০৯ এপ্রিল) প্রকাশ পেয়েছে অল্ট বালাজির সমকামী বিষয়কেন্দ্রিক সিরিজ ‘হিজ স্টোরি’র পোস্টার, তবে এটি নাকি হুবহু নকল করা হয়েছে। এমনটাই অভিযোগ ‘এলওইভি’র পরিচালক সুধাংশু সারিয়ারের।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘হিজ স্টোরি’ ও ‘এলওইভি’র পোস্টার শেয়ার করেছেন সুধাংশু। দুটি পোস্টারেই দেখা যাচ্ছে- দুই সমকামী পুরুষ একে অপরকে আলিঙ্গনে নিয়ে পাশ ফিরে ঘুমোচ্ছেন। তাদের শোবার ভঙ্গি থেকে, মাথার বালিশ, এমনকি গায়ে ঢাকা দেওয়া চাদের রঙের মধ্যেও কোনও ফারাক নেই।

ক্যাপশনে সুধাংশু লিখেছেন, ‘আপনাদের কাজের মধ্যে কি কোনও নিজস্বতা রয়েছে? এইভাবে শিল্পীদের সম্মান জানান আপনারা?’

বিজ্ঞাপন

শুধু পোস্টার নয়, ‘হিজ স্টোরি’ নামটিও অরিজিন্যাল নয়। কারণ একই নামের একটি তাইওয়ান ওয়েব সিরিজ রয়েছে, সেটির প্রেক্ষাপটও সমকামিতা।

‘হিজ স্টোরি’-তে লিড রোলে অভিনয় করছেন সত্যদীপ মিশ্রা এবং মৃণাল দত্ত।