‘রেস থ্রি’র পোশাকেই ‘রাধে’র শুটিং করলেন সালমান
নেটিজেনদের নজর এড়ানো যে ‘মুশকিল হি নেহি না মুমকিন হ্যায়’ সম্প্রতি আরও একবার সেটির প্রমাণ পাওয়া গেলো।
এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। দু’দিন আগেই ইউটিউবে প্রকাশ করা হয়েছে ছবিটির ট্রেলার।
ট্রেলার দেখে সালমান ভক্তরা খুশি হলেও ফিল্মি বোদ্ধারা খুব বেশি ইমপ্রেস হননি। যদিও ইউটিউবে এর ভিউ এখন এক কোটির বেশি।
সালমানের নতুন ছবিটির ট্রেলার ভালো না হওয়ায় বেশ সমালোচিত হতে হচ্ছে বলিউডের এই সুপারস্টারকে। ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোলও হচ্ছে। তবে ট্রোলের বাইরে গিয়ে এক নেটিজেনের পোস্টে নজর আটকে গেলো সকলের।
আরবি নামের একটি টুইটার পেজ থেকে সালমানের খানের দুটি ছবি কোলাজ করে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ‘রেস থ্রি’র একটি স্ট্রাইপ স্যুটেই ফের ‘রাধে’ ছবিতে ধরা দিয়েছেন সালমান।
ছবিটির ক্যাপশনে আরবি লিখেছেন, নায়িকা বদলেছে, ছবি বদলেছে তবে বদলায়নি ভাইজানের পোশাক।