হবু মায়েদের সাহায্যে এগিয়ে এলেন আনুশকা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আনুশকা শর্মা

আনুশকা শর্মা

করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ চলছে ভারতে। ভয়াবহ এই ভাইরাস দ্বারা প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন লাখ লাখ মানুষ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ৫২৯ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৮৩ হাজার ২৪৮ জন।

করোনাকালে কঠিন সময়ের মধ্যেই দিনকাটছে সকলের। তবে এই সময়টা বোধহয় আরও কঠিন হবু মায়েদের জন্য। যারা নিজের চেয়েও বেশি আতঙ্কে রয়েছেন সন্তানের কথা ভেবে।

বিজ্ঞাপন

এদিকে, করোনাকালেই মা হয়েছেন আনুশকা শর্মা। গত জানুয়ারিতে প্রথম কন্যা সন্তান ভামিকার জন্ম দিয়েছেন তিনি। এবার বলিউডের এই অভিনেত্রী এগিয়ে এলেন হবু মায়েদের সাহায্য করতে।

ইনস্টাগ্রাম স্টোরিতে আনুশকা লিখেছেন, ‘জাতীয় মহিলা কমিশন একটি হেল্পলাইন নম্বর চালু করেছে, ২৪ ঘণ্টা সেই নম্বরে সহায়তা পাবেন হবু মায়েরা। হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো- ৯৩৫৪৯৫৪২২৪, এটি তাদের ‘হ্যাপিটুহেল্প’ উদ্যোগের অন্তর্ভুক্ত’।

বিজ্ঞাপন

সবরকমের মেডিক্যাল পরিষেবা পৌঁছে দিতে তৈরি হয়েছে টিম, তাও জানান আনুশকা।

দিন কয়েক আগেই করোনা ত্রাণের জন্য তহবিল গঠন করে ১১ কোটি টাকা সংগ্রহ করেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সেই তহবিলে নিজেদের তরফ থেকে ২ কোটি রুপি অনুদান দেন এই তারকা দম্পতি।