বিটিএস বনাম বিটিএস

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিটিএস

বিটিএস

নয় বছর আগে যাত্রা শুরু করে কোরীয় গানের দল বিটিএস। তখন এই দলের সাত সদস্যকে কেউ বলতো ‘পুচকে’, কেউ আবার বলতো ‘ছোকরা’। কিন্তু এই পুচকে ছেলেরাই একসময় ইতিহাসের মোড় ঘুরিয়ে দিলেন, হয়ে উঠলেন বিশ্বের প্রভাবশালী ও জনপ্রিয়তম গানের দল। দক্ষিণ কোরিয়ায় জন্ম নেওয়া এ দল রাজত্ব কায়েম করলো বিশ্বজুড়ে।

বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে, তারা নতুন নতুন রেকর্ড করে রীতিমতো ইতিহাস গড়তে শুরু করেছে, আবার সেই রেকর্ড নিজেরাই ভাঙছে।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজেরাই নিজেদের একটি রেকর্ড ভাঙলো বিটিএস। এমন একটি রেকর্ড গড়েছেন যা তাদের পূর্বের ইউটিউব রেকর্ডের থেকেও বেশি।

গত ২১ মে ইউটিউবে প্রকাশি করা হয়েছে বিটিএস এর নতুন গান ‘বাটার’। নতুন এই গানটির মাধ্যমেই নতুন একটি রেকর্ড গড়লো কোরীয় এই গানের দল। ভাঙলেন নিজেদেরই রেকর্ড।

বিজ্ঞাপন

 

মাত্র ২৪ ঘণ্টায় ‘বাটার’ গানটি দেখা হয়েছে ১০৮.২ মিলিয়ন বার। যেখানে বিটিএস এর ‘ডায়নামাইট’ গানটির ২৪ ঘণ্টায় দেখা হয়েছিলো ১০১.১ মিলিয়ন বার।